শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইম (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মারা যাওয়া সাইম শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মো. একরামুল হকের ছেলে। সোমবার দুপুর দেড়টার দিকে বাড়ির সামনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া ও ৯ নম্বর ওয়ার্ড সদস্য মো. বাদশাহ জানান, বাড়ির সামনে একটি টিনের ছাউনি লটকে ছিল। সেই ছাউনিটি নিচে নামানোর জন্য সাইম লোহার শাবল দিয়ে ধাক্কা মারে। এতে ছাউনিতে ধাক্কাটি না লেগে বিদ্যুতের তারে লাগে। সেই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০২ ফেব্রুয়ারী ২০২৫