চাঁপইনবাবগঞ্জে শহিদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
অমর একুশের ভাষা শহিদ এবং ২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে দোয়া করা হয়। শুক্রবার বিকালে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া দৃষ্টি নন্দন পার্কে বাংলাদেশ সংযুক্ত কৃষক ও ক্ষেতমজুর সমিতি এই কর্মসূচির আয়োজন করে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সংযুক্ত কৃষক ও ক্ষেতমজুর সমিতির সভাপতি আবু বাক্কার ও সাধারণ সম্পাদক শাহিন আক্তার, বারঘরিয়া কাজিপাড়া জামে মসজিদের ইমাম সিরাজুল ইসলাম সজিবসহ অন্যরা।
আলোচনা সভা শেষ ভাষা শহিদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে দোয়া করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২১ ফেব্রুয়ারী ২০২৫