মেডিকেলে সুযোগ পাওয়া ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা
মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া চাঁপাইনবাবগঞ্জের ২৬ জন কৃতী শিক্ষার্থীকে সংর্বধনা দিয়েছেন ইসলামী ছাত্রশিবির।
বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের এক কনভেনশন হলে তাদেরকে এই সংবর্ধনা দেয়া হয়। চাঁপাইনবাবগঞ্জ শহর ইসলামী ছাত্রশিবির এই সংবর্ধনার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। শহর শাখার সভাপতি মো. আবদুল আজিজের সভাপতিত্বে ও সেক্রেটারি ইউসুফ আল গালিবের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য দেন— জেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর, সদর উপজেলা আমির হাফেজ আব্দুল আলিম, পৌর আমির হাফেজ গোলাম রাব্বানী, বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আবদুল মজিদসহ অন্যরা।
এছাড়াও অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১২ ফেব্রুয়ারী ২০২৫