শিবগঞ্জ সীমান্তে মাদকসহ দুজন আটক
চাঁপাইনবাবগঞ্জের চকপাড়া সীমান্ত এলাকা থেকে মাদকসহ দুইজনকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হলো, শিবগঞ্জে পারদিলালপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে মতিউর রহমান (৫০) ও একই এলাকার মৃত আবু তালেবের ছেলে রাজীব আলী (৩৮)।
বৃহস্পতিবার জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মোসলেমপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
৫৯ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সীমান্ত দিয়ে মাদকদ্রব্য পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ১৮৪/২-এস হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জে মোসলেমপুর বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ১৫ পিস ভারতীয় ইয়াবা, ৫০০ পিস ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ দু'জনকে আটক করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৩ জানুয়ারি ২০২৫