চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে একজন আহত



চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে মো. সুরুজ (৩৫) নামে একজন আহত হয়েছেন। শুক্রবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের লক্ষীনারায়নপুর পেঁচিপাড়ায় এই ঘটনা ঘটে। আহত সুরুজ ওই গ্রামের আবুল হোসেন ভাদুর ছেলে। 
ইসলামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস এম শাকিল হাসান জানান, বিকেল আনুমানিক সাড়ে ৩টা থেকে পৌনে ৪টার দিকে একটি ককটেল বিস্ফোণের শব্দ পায়। বিস্ফোরণে মো. সুরুজ নামে একজন আহত হয়। পরে তার পরিবারের লোকেরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কিভাবে ঘটনা ঘটেছে তাৎক্ষণিক তা জানা যায়নি। তবে তদন্ত চলছে, তদন্ত শেষে জানা যাবে কিভাবে ঘটনাটি ঘটেছে। আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৩ ডিসেম্বর ২০২৪