চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দু'জন নিহত
চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১দিকে চাঁপাইনবাবগঞ্জে দ্বারিয়াপুর ও শনিবার সকাল ৯ টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট মিলিক মোড়ে এই দুটি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার সেলিমাবাদ বেকিমেড় এলাকার মৃত ওয়াজেদ আলীর মেয়ে জাহানারা বেগম (৬০) ও রাজশাহীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডী গ্রামের আব্দুস সালামের ছেলে নাহিদ (৩৫)।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, সকালে কানসাটের দিকে যাচ্ছিলেন মানষিক ভারসাম্য হীন জাহানারা বেগম। এসময় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট মিলিক মোড় এলাকায় দ্রুতগতির একটি ট্রাক একটি রিকশাভ্যানকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে জাহানারাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইস উদ্দিন জানান, শুক্রবার দিবাগত রাতে রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জ আসছিলেন নাহিদ। পথে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের হাতাপাড়া-দারিয়াপুর এলাকায় মোটরসাইকেল চালক ট্রক্টরকে অতিক্রম করতে গিয়ে দেখেন অপর দিক হতে নাইট কোচ আসছে। এমন অবস্থায় মোটরসাইকেলের চালক বামে চাপতে গিয়ে ট্রাক্টরের পিছনে ধাক্কা খান। এতে ওই যুবক গুরুতর যখন হয়। পরে স্থানীয়রা মোটরসাইকেলের চালক নাহিদকে উদ্ধার করে
২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই দুটি ঘটনায় আইনানুগব্যবস্থা গ্রহণ করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানায় পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৭ ডিসেম্বর ২০২৪