অবৈধ পারাপারের দায়ে সীমান্তে ৪ বাংলাদেশি আটক
ভারত থেকে অবৈধভাবে আসার পথে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় ৪ জন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ফতেপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত হলেন, শিবগঞ্জে সাহাপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে সুজন শেখ (২৭), রানীনগর হাটপাড়ার ফজলুর ছেলে নুহ নবী (৩৫), একই এলাকার পারুল আলীর ছেলে সুমন (৩০) ও আঃ মালেকের ছেলে এম (২৬)।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)'র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, দুপুরে ফতেপুর বিওপির সীমান্ত পিলার ১৩/১-এস এর পাশ দিয়ে ৪ জন ব্যক্তিকে ভারত থেকে বাংলাদেশে আসতে দেখে বিজিবির টহলদল তাদের চ্যালেঞ্জ করলে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় টহলদল তাদের ধাওয়া দিয়ে আটক করে।
ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ০৪ ডিসেম্বর গরু ও মাদক চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে গিয়ে ছিল। আটককৃত ব্যক্তিদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৫ ডিসেম্বর ২০২৪