চাঁপাইনবাবগঞ্জে ৮৬ কেজি গাঁজাসহ দুজন আটক



চাঁপাইনবাবগঞ্জে ৮৬ কেজি গাঁজাসহ দুইজন আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সদস্যরা। বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পারকালীনগর মিরেরচরা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, ওই গ্রামের আব্দুর রউফের ছেলে মো. লালন (৪২) ও মো. বকুলের স্ত্রী মোসা. সাহানাজ ওরফে টিয়াকে আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন জানান, সংস্থাটির জেলা কার্যালয়ের ক-সার্কেলের পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বে ডিএনসির একটি টিম বুধবার সকাল ৮টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সুন্দরপুর ইউনিয়নের পারকালীনগর মিরেরচরা এলাকায় অভিযান চালায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এসময় মোসা. সাহানাজ ওরফে টিয়ার (৩৫) বসতঘর তল্লাশি করে ৪টি প্লাস্টিক বস্তায় পলিথিনে মোড়ানো ৪৩টি বস্তায় ৮৬ কেজি গাঁজা জব্দ করা হয়। ঘটনাস্থল হতে সুন্দরপুর ইউনিয়নের পারকালীনগর মিরেরচরা গ্রামের মো. আব্দুর রউফের ছেলে মো. লালন (৪২) ও মো. বকুলের স্ত্রী মোসা. সাহানাজ ওরফে টিয়াকে আটক করা হয়।
এ ব্যাপারে আটক হওয়া দুজনসহ ৪ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৭ নভেম্বর ২০২৪