চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় একজনের ১৫ বছর কারাদণ্ড


চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় মুঃ জনি রহমান (৩৬) নামে একজনের ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ ও বিশেষ ট্রাইবুনাল-১ এর বিচারক মো. মিজানুর রহমান আসামীর অনুপস্থিতে এই রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত জনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের মকরমপুর গ্রামের কুরবার আলীর ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২২ সালের ৩১ জানুয়ারি  গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আড্ডা টু রহনপুর গামী সড়তে অভিযান চালায় র‌্যাব। অভিযানে র‌্যাবের উপস্থিত টের পেয়ে পালানোর সময় ৩টি ওয়ানশুটার গানসহ জনিকে আটক করে র‌্যাব। ঘটনার পরেদিন চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের এসআই মো. আবু সাব্বির রাবু বাদী হয়ে গোমস্তাপুর থানায় মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর দিলীপ কুমার দাস তদন্ত শেষে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি জনিকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন।
মামলার শুনানী ও সাগ্রহণ শেষে আদালতের বিচারক এই দন্ডাদেশ প্রদান করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৭ নভেম্বর ২০২৪