গোমস্তাপুর থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য প্রত্যাহার



অপেশাদার আচরণ ও দায়িত্ব পালনে অবহেলার কারণে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার ওসিসহ ৭ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যদের চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।  
সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম। 
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হচ্ছেন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি শহিদুল ইসলাম, উপ পরিদর্শক তারিফ হোসেন, দেলোয়ার হোসেন, আবুল কালাম আজাদ, কনস্টেবল মো. মানিক, মো. শামীম রেজা, মো. আনিস ও মো. নেফাউর। 
পুলিশ সুত্র জানিয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের সন্তোষপুর বাজারে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী স্থানীয় আওয়ামী লীগ নেতা মিন্টু রহমানকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হন ৮ পুলিশ সদস্য। গোমস্তাপুর থানার উপ পরিদর্শক আবুল কালাম আজাদের নেতৃত্বে সাদা পোশাকে ৮ জন পুলিশ সিএনজিযোগে আসামী ধরতে যান। সেখানে প্রথমে স্থানীয়দের প্রশ্নের মুখে পড়েন তারা। একপর্যায়ে স্থানীয়দের হামলায় ৫ পুলিশ সদস্যসহ সিএনজি চালক আহত হন। পরিস্থিতি বেগতিক হয়ে পড়লে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। 
এঘটনার পর সেনাবাহিনীসহ যৌথ অভিযানে ১৩ জনকে আটক করা হয়। 
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম বলেন, ' ওই ঘটনায় যথেষ্ট প্রস্তুতির অভাব, অপেশাদার আচরণ ও দায়িত্ব পালনে অবহেলার কারণে ওসিসহ ৩ উপ পরিদর্শক এবং ৪ কনস্টেবলকে শাস্তিমূলক প্রত্যাহার করা হয়েছে'। 
গোমস্তাপুর থানায় নতুন অফিসার ইনচার্জ ওসি হিসেবে যোগদান করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর সার্কেল অফিসের কর্মকর্তা খাইরুল বাশার।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৪ নভেম্বর ২০২৪