চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় অলংকারসহ ট্রাক চালক আটক
ভারত থেকে অবৈধভাবে আনা ৪শ' ৩৭ কেজি রৌপ্য সাদৃশ ও ৩শ'৩০ কেজি সিটি গোল্ডের অলংকারসহ একজনকে আটক করেছে বিজিবি।
সোমবার দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকালায় ট্রাকে থাকা অলংকারসহ আব্দুস শুকুর (৪০) নামে চালককে আটক করা হয়। আটক হওয়া ট্রাক চালক জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের আব্দুল খালেকের ছেলে।
মঙ্গলবার দুপুরে সোনামসজিদ বিওপিতে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান, মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।
তিনি বলেন, সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে বাংলাদেশী ট্রাকে করে ভারত হতে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন গোয়েন্দা তথ্য ভিত্তিতে বিজিবি একটি টহল দল সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ পানামা পোর্ট লিংক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার সময় রাত দুপুর আড়াইটার দিকে বাংলাদেশী একটি ট্রাক পানামা পোর্ট হতে সোনামসজিদের দিকে যাবার সময় বিজিবি টহলদল ট্রাকটি তল্লাশী করে ৫৬ বস্তা চায়না ক্লে পাউডারের মধ্যে লকুায়িত অবস্থায় ৪৩৭ কেজি ভারতীয় রৌপ্য সাদৃশ অলংকার ও ৩৩০ কেজি সিটি গোল্ডের অলংকার পাওয়া যায়। ঘটনাস্থল থেকে ট্রাকের চালক আব্দুস শুকুরকে আটক করা হয়। এই অলংকারগুলো অবৈভাবে পাচার করা হচ্ছিল বলে লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১২ নভেম্বর ২০২৪