চাঁপাইনবাবঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে আব্দুল আলিম (৩৫) নামে একজন নিহত হয়েছে। রবিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত আলিম সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ধোঁয়াপুকুর এলাকার গোলাম মোস্তফার ছেলে।
এই ঘটনায় মোটরসাইকেলে থাকা নয়াগোলা এলাকার মফিজের ছেলে আব্দুল আজিম (৪০) নামে অপর আরোহী আহত হয়েছে। তাকে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন ও ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার ফরিদ উদ্দিন জানান, ভোররাতে মোটরসাইকেলযোগে দুই জন সদর উপজেলার আমনুরা এলাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ সদরের দিকে আসছিল। পথে আতাহার এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন তারা। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল মেকানিক আলিম মারা যায়। আর আজিম নামে একজন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে।
ওসি আরও জানান, প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নিয়ে পরিবারের কাছে মরদেহ হস্তান্ত করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৮ নভেম্বর ২০২৪