শিবগঞ্জে পদ্মায় মাছ ধরতে গিয়ে ডুবে একজনের মৃত্যু



চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাছ ধরতে গিয়ে পদ্মা নদীতে ডুবে নিখোঁজের ১৯ ঘণ্টা পর তফিজুল (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মারা যাওয়া ব্যক্তি শিবগঞ্জ  উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামো জগন্নাথপুর পন্ডিতপাড়া গ্রামের তৈমুর রহমানের ছেলে। 
বুধবার সকাল ১১টার দিকে পদ্মা নদী থেকে 
তার মরদেহটি উদ্ধার করা হয়। 
দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহা. আজম আলী জানান, গত মঙ্গলবার বিকাল ৫ টার দিকে পন্ডিতপাড়া এলাকায় বাড়ির পাশে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে নিখোঁজ হয়  তফিজুল।  বুধবার সকাল ১১ টার দিকে ডুবে যাওয়া স্থানেই তার মরদেহ উদ্ধার করে  এলাকাবাসী। তফিজুলের মৃগি রোগ ছিল বলেও জানান চেয়ারম্যান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৬ অক্টোবর ২০২৪