চাঁপাইনবাবগঞ্জে দুর্গা প্রতিমা ভাঙ্গচুর
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বটতলাহাটে নির্মাণাধীন দুর্গা প্রতিমা ভাঙ্গচুরের ঘটনা ঘটেছে। শনিবার দিবগত রাতের কোন এক সময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া হোসেন জানান, বটতলা হাটের পশ্চিম পাশের মা ভবানী দুর্গা ও কালিমাতা মন্দিরে গতরাত ১টা পর্যন্ত প্রতিমা কারিগর দুর্গা মন্ডপের নির্মাণ কাজ করে চলে যান। রাতের কোন এক সময় দুস্কৃতকারীরা মন্ডপে ঢুকে ভাঙ্গচুরের ঘটনা ঘটায়। মন্ডপের মূল প্রতিমার মুখমন্ডলসহ অন্যান্য প্রতিমার হাতগুলো ভেঙ্গে ফেলা হয়। সকাল ৭টার দিকে স্থানীয়রা প্রতিমা ভাঙ্গা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিম মন্ডপ পরিদর্শন করেছেন।
এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। দুস্কৃতকারীদের ধরতে পুলিশী তৎপরতা শুরু হয়েছে ওসি জাকারিয়া।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ বলেন, ‘ আমরা ভাবতে পারিনি এমন ঘটনা ঘটে যাবে। একেবারে শেষ মূর্হুতে এ ঘটনা ঘটলো। প্রতিমাগুলোর হাত ও হাতের আঙ্গুল ভেঙ্গে ফেলা হয়েছে। যা স্বল্প সময়ের মধ্যে মেরামত করা দুঃষ্কর। পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে রোবারের মধ্যে দুস্কৃতকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে। অন্যথায় পরবর্তীতে কর্মসুচি ঘোষণা করা হবে’।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৬ অক্টোবর ২০২৪