চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত আরো ১৩ জন
গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ১৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বুধবার সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন।
মাহমুদুর রশিদ জানান, নতুন আক্রান্ত ১৩ জনের
মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১০ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন শনাক্ত হন।
তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২২ জন রোগী। তাদের মধ্যে ১৯ জন পুরুষ, ২ জন মহিলা ও ১ জন শিশু রয়েছেন। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১২ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, গোমস্তাপুরে ১ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন রয়েছেন।
চলতি বছরের জানুয়ারী থেকে এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে ১৭২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ৩০ অক্টোবর ২০২৪