চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা আ. লীগ নেতা ইয়াসিন শাহ, খালেকসহ ৩৮ জনের নামে মামলা
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা আওয়ামী লীগ নেতা ইয়াসিন শাহ, খালেকসহ ৩৮ জন নেতাকর্মীর নামে একটি মামলা হয়েছে। উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশীদ বাদী হয়ে গত বৃহস্পতিবার ভোলাহাট থানায় চাঁদাবাজী ও হত্যা চেষ্টার অভিযোগ এনে মামলাটি করেন। এ মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহারের বিবরণ থেকে জানা যায়, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ, ভোলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পিয়ার জাহান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রাব্বুল হোসেন, এছাড়া এ মামলায় উপজেলা উপজেলা আওয়ামী লীগের সহভাপতি মো. সাইফুল, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, দলদলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আরজেদ আলী ভুটু, জামবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আয়রন, উপজেলা যুবলীগের সভাপতি বাবলু, সাধারণ সম্পাদক তোফায়ল, সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. গোরিবুল¬াহ দবির, যুবলীগের সহসভাপতি মো. কাউসার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আশরাফুল, ছাত্রলীগের সভাপতি রফাত হোসেন টুইংকেল ও সাধারণ সম্পাদক আহসানসহ ৩৮ জনকে আসামি করে মামলাটি করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৩ আগস্ট বিকাল ৩ টার দিকে মামলার বাদী আব্দর রশিদ সুরানপুর বাজার থেকে বাড়ি ফেরার সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আলীর হুকুমে আরজেদ আলী ভুটু পথ রোধ করে কলেজ মোড় এলাকায় সমাবেশ করার জন্য ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্কীকার করায় আসামীগণ আব্দর রশিদকে হত্যার উদ্দ্যেশ্যে এলোপাথারি কিল-ঘুসি মেরে মাটিতে ফেলে দেয়।
এজাহারে বাদীর অভিযোগ, তিনি মাটিতে অজ্ঞান হয়ে পড়ার পর আসামি মো. হালিম, রাজু, আলিম, তোরিফ তার ঘরের ভিতর প্রবেশ করে কাঠের বাক্সের ডয়ারে থাকা গরু বিক্রি করা নগদ ২ লাখ টাকা বের করে নেয় এবং বলে-চাঁদা না দিলে কি হবে, তোর গরু বিক্রি করা টাকা দিয়ে সমাবেশ করব।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান বলেন, এ মামলায় একজনকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৪ অক্টোবর ২০২৪