চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৯ জন
চাঁপাইনবাবগঞ্জ ৫ উপজেলায় প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
মঙ্গলবার সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন।
মাহমুদুর রশিদ জানান, নতুন আক্রান্ত ৯ জনের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৪ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন শনাক্ত হন।
তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১১ জন রোগী। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৭ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ভর্তি আছেন। অন্যদিকে সুস্থ হওয়ায় ২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং ১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
চলতি বছরের জানুয়ারী থেকে এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে ৬১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০১ অক্টোবর ২০২৪