শেখ হাসিনা খুনের নেশায় মেতে উঠেছিল- জামায়াত আমীর ডা. শফিকুর রহমান





বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বিগত ১৫ বছর শেখ হাসিনার সরকার জামায়াতের উপর তান্ডব চালিয়ে জামায়াতের শীর্ষ ১১ জন নেতাসহ শত শত নেতা কর্মীকে খুন করেছে। বিচারের নামে জনগনকে যেগুলো ধোকা দেয়া হয়েছে সেগুলোও খুন। সেগুলো ছিল বিচারিক খুন। ক্ষমতায় টিকে থাকতে নির্বিচারে ছাত্র জনতাকে খুন করেছে। জালিম সরকার খুনের নেশায় মেতে উঠেছিল’। তিনি বলেন, ‘ শেষমুর্হুতে এসে জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করা হল। জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন ১ আগস্ট আর আল্লাহতালা তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করলেন ৫ আগস্ট’।
তিনি শনিবার চাঁপাইনবাবগঞ্জের শংকরবাটি হেফজুল উলুম মাদ্রাসা মাঠে জেলা জামায়াতের রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ দেশের মানুষকে মানুষ মনে করেনি। তারা দেশের মানুষের সেবকের পরিবর্তে মালিকে পরিণত হয়েছিলেন। আওয়ামী লীগ কখনই সেবকের পরিচয় দিতে পারেনি’। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ৩ বার ক্ষমতায় থাকাকালে তারা জনগনকে ভোট দিতে দেয়নি। আমার যে যুবক বন্ধুটির বা আমার মেয়েটির বয়স তিশ/ বত্রিশ বছর বয়স তার তিনটি ভোট দেয়ার কথা ছিল। কিন্তু এদেশের যুবক তরুণরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আওয়ামী লীগকে উল্লেখ করে জামায়াতের আমীর বলেন, বিগত দিনে যারা নির্বাচন চায়নি। জনগন তাদের কাছে নির্বাচন চাপাইয়ে দিতে চায় না। বিগত ১৫ বছরের স্বৈরাশাসনকে জনগন এদেশে আবারও দেখতে চায় না’।
তিনি বলেন, ‘ বিদেশ থেকে কেউ যদি অন্যায় চাপ সৃষ্টি করতে চাই তাদের বলবো এজাতি ন্যয়ের পক্ষে অন্যয়ের বিপক্ষে। জাতি খুন, গুম, ধর্ষণ, আয়না ঘরের বিরুদ্ধে, বিপক্ষে দাঁড়িয়েছে। এইজাতি সকল যড়যন্ত্র মোকাবেলা করবে’।
চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকরের সঞ্চালনায় অনুষ্ঠিত রোকন সম্মেলনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য নজরুল ইসলাম, ড. মাওলানা কেরামত আলী, সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা জামায়াতের সহ সেক্রেটারি মোখলেসুর রহমান।
রোকন সম্মেলেন জনগনের সবার অধিকার নিশ্চিত করে সবার কথা বলার সুযোগ রেখে সার্বভৌম বাংলাদেশ গড়তে তুলতে কাজ করার আহবান জানানো হয়।
সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলার জামায়াতের রোকনরা অংশ গ্রহণ করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৯ অক্টোবর ২০২৪