শিক্ষা সংস্কার কমিশন গঠনসহ ৬ দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ ও শিক্ষা সংস্কার কমিশন গঠনসহ ৬ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছেন শিক্ষক-কর্মচারীরা। সোমবার সকালে নবাবগঞ্জ কলেজের সামনে ‘জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির ব্যানারে এই কর্মসূচি পালন করেন।
ঘন্টা ব্যাপি মানববন্ধন চলাকালে দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য জামায়াত নেতা মো. লতিফুর রহমান।
শিক্ষক-কর্মচারীদের দাবিগুলো হচ্ছেÑ ১. ২৫ শতাংশ উৎসব ভাতার পরিবর্তে পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান; ২. ১০০০ টাকার পরিবর্তে জাতীয় বেতন স্কেলের ৪০-৪৫ শতাংশ বাড়ি ভাড়া প্রদান; ৩. ৫০০ টাকা মাসিক চিকিৎসা ভাতা ১৫০০ টাকায় উন্নীতকরণ; ৪. অবসর কল্যাণ ভাতা প্রদানে কালক্ষেপণ না করে ৬ মাসের মধ্যে প্রদান করতে হবে; ৫. এমপিওভুক্ত কলেজে সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদ সৃষ্টি করতে হবে এবং ৬. অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে নীতিমালা পরিবর্তন করে নতুন পরিপত্র জারি করতে হবে (উপাধ্যক্ষের ক্ষেত্রে ৩ বছরের সহকারী অধ্যাপকসহ ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা এবং অধ্যক্ষের ক্ষেত্রে ৩ বছরের সহকারী অধ্যাপকসহ ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেনÑ নজেকশিসের সভাপতি ও নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ মো. ওবাইদুর রহমান, সহসভাপতি ও নবাবগঞ্জ সিটি কলেজের অধ্যক্ষ মো. তরিকুল আলম সিদ্দিকী, শাহ নেয়ামতুল্লাহ কলেজের উপাধ্যক্ষ ও সংগঠনটির সহসভাপতি মো. শরিফুল আলম, সহ-সাধারণ সম্পাদক ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজ শিবগঞ্জের প্রভাষক বাবুল আখতার, সহ-সাধারণ সম্পাদক ও রহনপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. মোত্তালের হোসেন, সাংগঠনিক সম্পাদক ও নামোশংকরবাটী কলেজের সহকারী অধ্যাপক মোহা. ফিরোজ কবির, আমনুরা হযরত বুলন্দ শাহ কলেজের অধ্যক্ষ মো. গোলাম সারওয়ারসহ নজেকশিসকের শিক্ষক-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৭ অক্টোবর ২০২৪