চাঁপাইনবাবগঞ্জে আলেম ওলামাদের বিক্ষোভ মিছিল
ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহরাজ ও বিজেপির সাংসদ নিতেশ রানে কর্তৃক হজরত মোহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে ইমাম ও মুসল্লিরা।
শুক্রবার বাদ জুম্মা ‘আলেম ওলামা ও সর্বস্তরের তৌহিদি জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলটি চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তি মোড় থেকে শুরু হয়ে বিশ্বরোড মোড়ে এসে পথসভায় মিলিত হয়। এতে অংশ নেন বিভিন্ন মসজিদের ইমাম ও মুসল্লিরা।
পথসভায় বক্তব্য দেন, মাওলানা মো. আব্দুল মতিন, মাওলানা মো. মুস্তাকিম বিল্লা নিসান, মাওলানা মো. কবির হোসেন, মাওলানা মো. জাহাঙ্গীর আলম, মাওলানা মো. আবদুল আজিজ, মাওলানা মো. জাহিদ হাসান, মাওলানা মোহাম্মদ হোসাইন, মাওলানা মো. আব্দুল হান্নান প্রমুখ আলেমগণ।
বক্তারা বলেন, ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটুক্তির প্রতিবাদ জানান এবং হিন্দু পুরোহিত রামগিরি মহরাজ ও বিজেপির সাংসদ নিতেশ রানেকে আইনের আওতায় আনার দাবি জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৭ সেপ্টেম্বর ২০২৪