বন্যার্তদের আর্থিক সহায়তা দিলেন চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীরা
দেশের চলমান বন্যায় তিগ্রস্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ১ লাখ ২৭ হাজার টাকা অনুদান দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জে মার্কেটের ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের কাব সুপার মার্কেট, নিউ মার্কেট, শহীদ সাটু হল মার্কেট, সেন্টু মার্কেটসহ বিভিন্ন মার্কেটের ব্যবসায়ীরা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এই টাকা জামা দেন।
এ সময় উপস্থিত ছিলেন মার্কেট সমিতি সমন্বয়ক কমিটির আহবায়ক আশরাফুল হোসেন, সদস্য সচিব মোঃ শওকত আলী, পরিচালক মোখলেসুর রহমান, খাইরুল ইসলাম, আজিজুর রহমান, জাকারিয়া হোসেন, ইসমাইল হোসেন, আনারুল ইসলাম সঞ্জু।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫ সেপ্টম্বও ২০২৪