চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন


চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় জনি (২১) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড প্রদান করেন। একই মামলায় আরেকটি ধারায় ৩ বছরের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দেন আদালত।
রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম আসামীর উপস্থিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত জনি আলী শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে উত্তর চাঁদপুর গ্রামের মো. মোবারক আলীর ছেলে।
রাষ্ট্রপরে আইনজীবী মো. রবিউল ইসলাম জানান, ২০২২ সালের ২০ মার্চ রাতে শাহবাজপুরের নলডুবরি এলাকায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে র‌্যাবের উপস্থিত টের পেয়ে পালানোর সময় ৬০ গ্রাম হেরোইন ও ৯৭৫ পিচ ইয়াবাসহ জনিকে আটক করে র‌্যাব। ঘটনার দিনই চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের এসআই মো. তারিফুল ইসলাম বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের এসআই মো. মেসবাহুল হক তদন্ত শেষে ২০২২ সালের ২৬ জুন জনিকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন।
মামলার দীর্ঘ শুনানী ও সাগ্রহণ শেষে আদালতের বিচারক এই দন্ডাদেশ প্রদান করেন। রায়ে উল্লেখ করা হয় দুটো সাজা এক সাথে চলবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৫ সেপ্টম্বর ২০২৪