‘কন্যাশিশুর স্বপ্নে-গড়ি আগামীর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার চাঁপাইনবাবগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কে দিবসটি উপলে সকালে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম। সূচনা বক্তব্য দেন জেলা মিহলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার। অতিথিদের মধ্যে বক্তব্য দেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা, গোলাম মোস্তফা, চাঁপাইনবাবগঞ্জ মহিলা কলেজের প্রভাষক মোসা. হাসিনা খাতুন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রেশমা খাতুন, জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সল, জেলা মৎস্য অফিসের সহকারী পরিচালক মোছা. এলিজা খাতুন। কন্যাশিশুদের মধ্যে বক্তব্য দেন স্বপ্না খাতুন, আবিদা রিফা তাসফিয়া, রামিশা আকতিয়া, মাহবুবা ফেরদৌস, মোবাশে^রা সুলতানাসহ অন্যরা।
কন্যাশিশুদের আলোচনায় প্রাণবন্ত হয়ে ওঠে আলোচনা অনুষ্ঠান। তাদের কথায় উঠে আসে বৈষম্যমুক্ত মানবিক নতুন এক বাংলাদেশের স্বপ্নের কথা। যেখানে থাকবে না নারী নির্যাতন- নিপিড়ন, ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা, নারীর প্রতি বৈষম্য। যেখানে থাকবে শুধু সুন্দর একটি ভবিষ্যৎ। তাদের কথা উঠে আসে তাদের ভবিষ্যতের জেলা প্রশাসক, শিক, ডাক্তার, উঞ্জিনিয়ার হবার লালিত স্বপ্নের কথা। এছাড়াও আলোচনায় উঠে আসে কিশোরীদের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য। বক্তারা কন্যাদের বোঝা না ভেবে সঠিকভাবে সুশিা দিয়ে মানুষের মতন মানুষ করে গড়ে তোলার আহ্বান জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০ সেপ্টম্বর ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে কন্যা শিশু দিবস পালিত