ভারতের মহারাষ্ট্রে মহানবী (স.)কে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল


ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং বিজেপির সাংসদ নিতেশ রানে কর্তৃক মহানবী হযরত মুহাম্মাদ (স.) কে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।
সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজার মাদ্রাসাটির সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদণি করে একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে মাদ্রাসার সামনে পথ সভায় বক্তব্য দেন মাদ্রাসাটির অধ্যক্ষ ড. মো. এমরান হোসেন, উপাধ্যক্ষ আবু সালে মো. জিয়াউল হক, মাদ্রাসার মোফাস্সির আব্দুল মাতিনসহ অন্যান্য শিকগণ।
বক্তারা বলেন, ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটুক্তির প্রতিবাদ জানান এবং হিন্দু পুরোহিত রামগিরি মহরাজ ও বিজেপির সাংসদ নিতেশ রানেকে আইনের আওতায় আনার দাবি জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০ সেপ্টম্বর ২০২৪