চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে নতুন করে আরো ৩জন শনাক্ত


চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন। নতুন ৩ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরের ২ জন ও শিবগঞ্জে উপজেলায় ১ জন রয়েছে। নতুন করে ২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে ৪জন ডেঙ্গু রোগি চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার দুপুরে সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন।
মাহমুদুর রশিদ জানানÑ নতুন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপালে ২ ও শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন রোগীসহ ৩জন চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বছরের জানুয়ারী থেকে এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে ৩৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় স্বাস্থ্য বিভাগ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১ সেপ্টম্বর ২০২৪