চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারী নিহত


চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে শ্রীমতি সামিয়া রানী (৬২) নামে এক ক্ষৃদ্র নৃ-গোষ্ঠি (আদিবাসী) নারী নিহত হয়েছে। শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর ঝিলিম ইউনিয়নের বড়পুকুরিয়ার সোনাতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সামিয়া রানী ওই ইউনিয়নের আজিরা বৈলঠা গ্রামের মৃত বিশু কোলের মেয়ে।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. আবুল বাশার জানান, সকাল সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে রাজশাহীগামী মেইল কমিউটার ট্রেনে ছেড়ে যায়। এ সময় বড়পুকুড়িয়া সোনাতলা এলাকায় কমিউটার ট্রেনে কাটা পড়ে মারা যান সামিয়া রানী। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
তিনি আরো জানান, নিহত সামিয়া রানী দীর্ঘদিন যাবৎ মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিয়ে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪ সেপ্টম্বর ২০২৪