শিবগঞ্জে পদ্মা নদীতে ডুবে শিশুসহ দুজনের মৃত্যু


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নানার বাড়ি বেড়াতে গিয়ে পদ্মা নদীতে ডুবে এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুই জন হলো, শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া গোপালপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে হুমায়ুন আহম্মেদ (৬০) ও শিবগঞ্জ পৌরসভার ভাঙ্গাব্রিজ এলাকার ফারুক আহমেদের ছেলে ফোয়াদ আহমেদ (৭)।
বুধবার দুপুরে উপজেলার মনাকষার গোপালপুর ও পাঁকার নিশিপাড়া এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
মনাকষা ইউনিয়নের চেয়ারম্যান মির্জা শাহাদাৎ হোসেন ও মৃত হুমায়ুন আহমেদের ভাই বেলাল উদ্দিন জানান, দুপুরে বাড়ি থেকে সামান্য দূরে গোপালপুর ব্রিজের পাশে মরা পদ্মা নদী থেকে কচুরীপনা তুলতে গিয়ে নদীতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে পাঁকা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক ও মৃত ফোয়াদের বাবা ফারুক আহমেদ জানান, শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের নিশিপাড়া গ্রামে ফোয়াদ তার নানা রফিকুল আলমের বাড়ি বেড়াতে গিয়েছিল। দুপুরে নানার সাথে গোসল করতে গিয়ে পদ্মা নদীর দাড়াতে ডুবে নিখোঁজ হয়। পরে সেখান থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১ সেপ্টম্বও ২০২৪