গণআন্দোলনে নিহত ছাত্রজনতার প্রতি শ্রদ্ধা, গণহত্যাকারী দুর্নীতিবাজদের গ্রেপ্তারসহ রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সমাবেশ করেছে বিএনপি।
সোমবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া দৃষ্টিনন্দন পার্কে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্থানীয় বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ।
জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা বিএনপির সাবেক সহ সভাপতি জাহাঙ্গীর কবির, পৌর সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, বিএনপি নেতা শামসুল হক, আকম শাহিদুল আলম বিশ্বাস পলাশ, তাসেম আলী, জেলা যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক মজিবুর রহমান মজু, রানিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলী।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু, ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহান, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামিউল হক সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন আকতার, ছাত্রনেতা মিম ফজলে আজিমসহ অন্যরা।
সমাবেশে গণআন্দোলনে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে অবিলম্বে গণহত্যাকারীদের গ্রেফতার ও রাষ্ট্রীয় কাঠামো সংষ্কারের দাবী জানান।
সমাবেশ শেষে গণআন্দোলনে নিহত ও আহতদের জন্য দোয়া করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১২ আগস্ট ২০২৪