বন্যায় দুর্গতের জন্য বাবুডাইং আলোর পাঠশালার সহায়তা


দেশের পূর্বাঞ্চলে বন্যায় দুর্গত মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষক-শিক্ষার্থীরা। মঙ্গলবার ও বুধবার দুদিনে বানভাসি মানুষদের জন্য ১৩ হাজার ৮০ টাকা উত্তোলন করেছে তাঁরা। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং গ্রামে অবস্থিত বিদ্যালয়টিতে প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পাঠদান করানো হয়।

বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী রিতা টুডু বলে, আমরা প্রত্যন্ত এলাকার খেটে-খাওয়া মানুষ। এ স্কুলে আমরা বিনামূল্যে পড়ালেখা করি। করোনার মত কষ্টকর দিনে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ত্রাণ পেয়েছি। তাই অন্যের কষ্টগুলো আমাদের ছুয়ে যায়। টিভি ও পত্রিকাতে বন্যা দুর্গত মানুষজনের খবর দেখেছি ও পড়েছি। খুব কষ্ট লেগেছে তাঁদের অবস্থা দেখে। তাই বিদ্যালয়ের ঘোষণা পেয়েই আমরা খুশিমনে সাধ্যমত দেয়ার চেষ্টা করেছি। এর আগেও সিলেটে বন্যা দুর্গতদের জন্য আমরা টাকা দিয়েছিলাম। এবারও দিলাম। যেকোন দুর্যোগপূর্ণ সময়ে আমরা দুর্গতদের পাশে আছি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর বলেন, দেশের যেকোন সংকট ও দুর্যোগপূর্ণ সময়ে প্রথম আলো ট্রাস্ট এগিয়ে আসে। কষ্টে থাকা মানুষদের পাশে দাঁড়ায়। এবারও বন্যা দুর্গতের পাশে দাঁড়িয়েছে প্রথম আলো ট্রাস্ট। বিষয়টি নাড়া দিয়েছে আমাদের শিক্ষার্থীদের মনেও। তাই মঙ্গলবার ও বুধবার দুদিনে বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষক-শিক্ষার্থীরা মিলে দিয়েছে ১৩ হাজার ৮০ টাকা। এ টাকা পাঠানো হবে প্রথম আলো ট্রাস্টে। শিশুকাল থেকেই শিক্ষার্থীদের এমন মহতি উদ্যোগ সুন্দর দেশ গড়তে সাহায্য করবে।

টাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, সহকারী শিক্ষক লুইশ মুর্মুসহ  অন্যান্য শিক্ষকবৃন্দ, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভার প্রশিক্ষণ সম্পাদক সাঈদ মাহমুদ, প্রচার সম্পাদক উম্মে কুলসুম, কার্যনির্বাহী সদস্য সোনিয়া খাতুন। 


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮ আগস্ট ২০২৪