চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি



শিার্থীদের অসহযোগ ও একদফা আন্দোলন প্রতিহত করতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ  ও অবস্থান কর্মসূচি করেছে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠন। কেন্দ্রেীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার দুপুরে জেলা শহরের বিশ্বরোড মোড়ে এই অবস্থান কর্মসূচি পালন করে।
 এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম, সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান, সদস্য আবু সুফিয়ান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি অ্যাডভোকেট রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক আশফাকুর রহমান রাসেল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতন, জেলা ছাত্র লীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ।
বিশ্বরোড মোড়ে অবস্থানকালে আন্দোলনকারীদের বিরোধী বিভিন্ন মন্তব্যসহ শ্লোগান দেন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এছাড়া সড়কে বিভিন্ন শ্লোগান লিখেন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক/ ০৪  আগস্ট, ২০২৪