শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে মসজিদে কাজ করার সময়বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে শিবগঞ্জ উপজেলায় শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি-বাজারপাড়ায় বৈদ্যুতিক শকে তার মৃত্যু হয়। ২৭ বছর বয়সী আব্দুর রহমান ওই এলাকারই মৃত নূর ইসলামের ছেলে।
শিবগঞ্জ থানার ওসি মো.সাজ্জাদ হোসেন বলেন, সকালে মজসিদ সংস্কারের কাজ করার সময় আব্দুর রহমান বিদু্যুতায়িত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আইনানুগ ব্যবস্থা নিয়ে পরিবারের কাছে ওই যুবকের মরদেহ ফেরত দেয়া হয়েছে বলে জানান ওসি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯ আগস্ট ২০২৪