নাচোলে ৮ম শ্রেণির শিক্ষার্থীর চোখ উপড়ানো মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার পীরপুর এলাকা থেকে চোখ উপরানো অবস্থায় এক শিার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত শিক্ষার্থীর নাম ইসমাইল হোসেন (১৪)। সে নাচোলের পীরপুর গ্রামের মজিদুল ইসলামের ছেলে এবং পীরপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।
ইসমাইলের পিতা মজিদুল জানান, বুধবার সন্ধ্যায় ইসমাইল বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। রাতে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার ভোরে পীরপুর হাট চাতালের কাছে রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। তার ডান চোখ উপরানো ছিল।
সকালে গ্রাম পুলিশদের মাধ্যমে ইসমাইলের মরদেহ থানায় পাঠানো হয়।
মজিদুলের দাবি, পুর্বশত্রুতার জেরে তার ছেলেকে হত্যা করেছে এলাকার কিছু দুর্বৃত্ত।
নাচোল থানার অফিসার ইনচার্জ তারেকুর রহমান সরকার জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। সুষ্ঠু তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮ আগস্ট ২০২৪