চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন স্থানে জামায়াতের পথসভা


চাঁপাইনবাবগঞ্জ  সদর উপজেলা ও পৌর 
বিভিন্ন স্থানে পথসভা করেছে জামায়াত। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন, জেলা শহরের বিশ্বরোড মোড়, আব্দুল মান্নান সেন্টু মার্কেট চত্বরসহ বিভিন্ন স্থানে পথসভা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা।
পথসভাগুলোয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল। 
পথসভাগুলোয় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নায়েবে আমীর ও সাবেক এমপি  লতিফুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর।
পথসভা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে বলেন, দীর্ঘ প্রায় ১৬ বছর আওয়ামী সরকার মানুষের মুখের জবান বন্ধ করে রেখেছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্ররা নিজেদের জীবন বাজি রেখে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে। তাদের সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও আন্দোলনে যুক্ত ছিলেন। তাদেরও অবদান ভুলার নয়। আমাদের এই অর্জনকে ধরে রাখতে হবে। যাতে কোন পরাজিত অপশক্তি এ কথা বলার স্বাধীনতাকে ম্লান না করতে পারে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৫ আগস্ট ২০২৪