বন্ধুসভার উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
‘ সুশিক্ষা মানুষকে অভিভূত করে না, মুক্তিদান করে’- প্রতিপাদ্যে বুধবার চাঁপাইনবাবগঞ্জে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রথম আলো বন্ধুসভা উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার এম এম হক আইডিয়াল স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করে । বিজয়ীদের পুরস্কার হিসেবে বই উপহার দেয়া হয়।
উপস্থিত বক্তৃতার বিষয় ছিল চাঁপাইনবাবগঞ্জ, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, আম, নকশি কাঁথা, বাংলা নববর্ষ, গম্ভীরা গান, ডেঙ্গু, করোনা ভাইরাস, বাল্যবিবাহ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বন্যা।
সকাল সাড়ে ১০টায় এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম জোবায়ের হাসিব। বিচারকের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূর ইসলাম, আরিফ উদ্দিন, হামিদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভার সভাপতি আরাফাত মিলেনিয়াম ও বন্ধু মাসরুফা খাতুন। সহযোগিতা করেন বন্ধুসভার স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক জাহিদ হাসান, বন্ধু মাসরুফা খাতুন, ফাবিহা ফারজানা, নাফিউল ইসলাম, আল মাহমুদ, মঈন আলী, মুশফিক মাহদিসহ অন্যরা।
বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত দুটি ক্যাটাগরিতে ৩৭ জন প্রতিযোগি অংশ নেয়। প্রতিযোগিদের জন্য সময় ছিল তিন মিনিট। ক গ্রুপে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ২৪ জন ও খ গ্রুপে নবম-দশম শ্রেণির ১৩ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। ক গ্রুপ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে যথাক্রমে ষষ্ঠ শ্রেণির শার্মিলী আক্তার, সপ্তম শ্রেণির ফারজানা আক্তার ও মরিয়ম আক্তার। অন্যদিকে খ গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে যথাক্রমে নবম শ্রেণি সাদিয়া সুলতানা, ফারিয়া বিনতে হাসিব ও তাজনীন নাহার।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮ আগস্ট ২০২৪