শিবগঞ্জে আম গাছ থেকে পড়ে একজনের মৃত্যু


চাঁপাইনবাবগঞ্জে আম গাছ থেকে পড়ে গিয়ে মিঠুন (৩৫) নামের একজন মারা গেছেন। মারা যাওয়া মিঠুন জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বড় টাপ্পু গ্রামের সেন্টুর ছেলে। বৃহস্পতিবার সকালে শিবগঞ্জে বাবলাবোনা এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, সকালে বাবলাবোনা এলাকায় আম পাড়ার জন্য একজনের আম বাগানে যায়। আম পাড়ার সময় গাছ থেকে পড়ে গিয়ে আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২ আগস্ট ২০২৪