গোদাগাড়ীতে ৪৫ কেজি গাঁজাসহ চাঁপাইনবাবগঞ্জের একজন আটক


রাজশাহীর গোদাগাড়ী থেকে ৪৫ কেজি গাঁজাসহ চাঁপাইনবাবগঞ্জের সুমন আলী (৩৫) নামে এক পিকআপ চালককে আটক করেছে  র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রবিবার বিকালে রাজশাহীর গোদাগাড়ীর বুজরুক রাজারামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক সুমন আলী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পশ্চিম চন্দ্রীপুর (পুরানপুর) গ্রামের রুহুল আমিনের ছেলে।
র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গাঁজা সংগ্রহ করে কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আসছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি চৌকস দল গোদাগাড়ীর বুজরুক রাজারামপুর এলাকায় অভিযান চালায়। এ সময় এশটি পিকআপে মাদক বহনের সময় ৪৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ সুমনকে আটক করা হয়।
ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আটক সুমন এলাকার একজন চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী। পেশায় গাড়ী চালক হলেও গাড়ী চালানোর আড়ালে সে মাদকের ব্যবসা করে আসত। নিয়মিত কুমিল্লার সীমান্তর্তী এলাকা থেকে মাদক ক্রয় করে বিভিন্ন কায়দায় চাঁপাইনবাবগঞ্জে এনে বিক্রি করে।
এ ঘটনায় রাজশাহীর গোদাগাড়ী থানায় মামলা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮ আগস্ট ২০২৪