চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিতে প্রশাসক নিয়োগের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের দাবি করেছেন ব্যবসায়ীরা। চাঁপাইনবাবগঞ্জ ইন্ডাস্ট্রিয়ালিস্টস এ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এক সভায় এই দাবি জানানো হয়।
শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের কার্যালয়ে ব্যবসায়ী আলাউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান, ব্যবসায়ী রাইহানুল ইসলাম লুনা, আমিনুল ইসলাম সেন্টু, তরিকুল আলম মোল্লা। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর আবুজার গিফারী, সাধারণ সম্পাদক অধ্যাপক আবু বাক্কার, চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকারদার সমিতির সাবেক সভাপতি তোহিদুর রহমান।
সভায় অভিযোগ করা হয়, চেম্বারের বর্তমান সভাপতি আব্দুল ওয়াহেদ ক্ষমতা গ্রহণ করার পর থেকে নানা কৌশলে শুধুমাত্র তাঁর গোত্রের ব্যবসায়ী ও অব্যবসায়ীদের সাধারণ সদস্য করেছেন। জেলার প্রকৃত ব্যবসায়ীদের সদস্য করেননি। নিয়মনীতি অনুসরণ না করে প্রকৃত কাগজপত্র ছাড়াই শুধুমাত্র ট্রেড লাইসেন্স দিয়েই সদস্য করেছেন। ৯২ জন সহযোগী সদস্য করা হয়েছে গোপনে। যাদের অধিকাংশই কোন ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত নয়।
সভায় চেম্বর সভাপতি আব্দুল ওয়াহেদের বিভিন্ন অনিয়ম দুর্নীতি তুলে ধরে চেম্বারে প্রশাসক নিয়োগের মাধ্যমে সুষ্ঠু ভোটার তালিকা প্রণয়নসহ নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান ব্যবসায়ীরা।
সভায় চাঁপাইনাববগঞ্জের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা অংশ নেন।
এদিকে চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘গত নির্বাচনে পরাজিত হবার পর তারা একের পর এক যড়যন্ত্র করে আসছে। এখন তারা জামায়াতের ঘারে বসে জামায়াতের অফিসে অভিযোগ করছে যা দুঃখজনক। তিনি দাবি করেন, নিয়মতান্ত্রিকভাবেই নির্বাচন কমিশনার নিয়োগ ও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। কোন দাবি থাকলে নির্বাচন কমিশনের কাছে করতে হবে’।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩১ আগস্ট, ২০০২৪