সাম্প্রতিক সময়ে চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর হামলা, হত্যা, মন্দির ভাঙ্গচুর, লুটপাট ও অগ্নি সংযোগের প্রতিবাদে মতবিনিময় সভা করেছে হিন্দু সম্প্রদায়ের মানুষ।
শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের নতুন বাজার রাধা গোবিন্দ ও দূর্গা মন্দিরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রণব পাল। এতে বক্তব্য রাখেন, ভবসুন্দর পাল, পলাশ চন্দ্র দাস, মৃনাল কান্তি পাল, বিধান চন্দ্র ভট্টাচার্য, শিক্ষক সুমিত চ্যাটার্জি।
সভায় সহিংসতাকালে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে, মন্দিরে উপর হামলা, ভাঙ্গচুর, অগ্নিসংযোগসহ হত্যার তীব্র প্রতিবাদ জানান এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলা ও হত্যার সঙ্গে জড়িতে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন।
মতবিনিময় সভায় বারঘরিয়া ও আশেপাশের সনাতন ধর্মাবলম্বীর নারী পুরুষ অংশ নেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০ আগস্ট ২০২৪
সংখ্যালঘুদের উপর হামলা, ভাঙ্গচুরের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মতবিনিময় সভা