চাঁপাইনবাবগঞ্জে সিমেন্টবাহী ট্রাক উল্টে পুকুরে পড়ে দু’শ্রমিক নিহত


চাঁপাইনবাবগঞ্জে সিমেন্টবাহী একটি ট্রাক সড়কের ধারে উল্টে পুকুরে পড়ে দুইজন শ্রমিক নিহত হয়েছে। এ  ঘটনায় আরও ৩ থেকে ৪ জন আহত হয়ে বলে খবর পাওয়া গেছে। শুক্রবার সকাল ১০ টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- শিবগঞ্জের পিরোজপুরের হেরাশ উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক খুদু (৪৫) ও ইদ্রিস আলীর ছেলে ফানু আলী (৫০)।


শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি সাজ্জাদ হোসেন জানান, সকালে শাহবাজপুরের পিরোজপুর এলাকা থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক বারিকবাজার যাওয়ার পথে সোনাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারের পুকুরে পড়ে যায়। এসময় ট্রাকের উপরে থাকা ৬ শ্রমিকের মধ্যে দু' জন ঘটনাস্থলেই মারা যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ৪ শ্রমিকে আহত অবস্থায় উদ্ধার করে। নিহত দু' জনের মরদেহ তাদের পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছে।
দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে। এঘটনায় আইনগত পদপে গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি সাজ্জাদ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩ আগস্ট ২০২৪