চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে চারটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আমলকি, পেয়ারা, কদবেল, মেহেদী গাছের সহস্রাধিক চারা বিতরণ করা হয়েছে। ‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ - স্লোগানে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বন্ধুরা স্কুলে স্কুলে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে এসব চারা বিতরণ করে। চারা দিয়ে সহযোগিতা করেছে জেলা প্রশাসন।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর উচ্চ বিদ্যালয়, শংকরবাটী পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা হাজী তাবারক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিল বৈলঠা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর মাঝে এসব চারা বিতরণ করে। এছাড়া একই ইউনিয়নের চটিগ্রাম, সূর্য্যনারায়ণপুর পাড়ার ৪৫ শিক্ষার্থী ফলদ চারা রোপণ করে ।
গাছ বিতরণের উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা আনোয়ার হোসেন, সভাপতি আরাফাত মিলেনিয়াম, সহসভাপতি মো. আসাদুজ্জামান, প্রশিণ সম্পাদক সাঈদ মাহমুদ, জেন্ডার সমতা বিষয়ক সম্পাদক আলী উজ্জামান নূর, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক জাহিদ হাসান, বন্ধু আল মাহমুদ, নাফিউল ইসলাম, শাকিব হাসান, মুশফিক মাহদিসহ অন্যান্য বন্ধুরা।
বিদ্যালয়গুলোতে চারা বিতরণকালে উপস্থিত ছিলেন স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। গাছের চারা বিতরণের জন্য প্রথম আলো বন্ধুসভাকে ধন্যবাদ জানান আলীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এতাহার আলী, শংকরবাটী পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন, হোসেনডাঙ্গা হাজী তাবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলী ও বিল বৈলঠা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন টুডু।
আরাফাত মিলেনিয়াম বলেন, জুলাই মাস থেকে বন্ধুসভার বৃরোপণ কর্মসূচি চলমান রয়েছে। আজ চতুর্থ ধাপে এ কর্মসূচি পালিত হলো। আজ নিয়ে মোট এক হাজার আটশত শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বন্ধুরা নিজ বাড়ির আঙ্গিনা, বিভিন্ন বিদ্যালয় প্রাঙ্গণ ও কিছু কিছু শিক্ষার্থীদের বাড়ি মিলিয়ে রোপণ করেছে ২৪০টি গাছ। আলোর পাঠশালা সড়কের পাশে লাগানো গাছগুলোতে দেয়া হয়েছে খুঁটি ও খাঁচা । এ কর্মসূচি চলমান থাকবে আগস্ট মাস পর্যন্ত ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২ আগস্ট ২০২৪
চারটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ