চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
মাছেন পোনা অবমুক্ত, র্যালি, আলোচনা সভাসহ নানা আয়োজনে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে পুকুরে বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওদুদ।
এদিকে ‘ভরবো মাছে মোদের দেশ-গড়বো স্মার্ট বাংলাদেশ’ শ্লোগানে ৩০ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত জাতীয় সপ্তাহ উপলে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদনি করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের আয়োজনে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, সিভিল সার্জন ডা. এস.এম মাহমুদুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দু সামাদ, জেলা মৎস্য অফিসার মোঃ মাহবুবুর রহমান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাছমিনা খাতুন, নবাব মৎস্য খামারের স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ আকর হোসেন, বাবু পোল্ট্রি ও ফিস ফিড এর স্বত্বাধিকারী রাকিবুল ইসলাম বাবু।
এ সময় মৎস্যজীবী, মাছচাষী, মাছ ব্যবসায়ী, সুধীজন, জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন মৎস্য সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শণ করা হয়।
এদিকে শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদণি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান আল ইমরানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম নয়ন খান ও মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক।
এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি ও মৎস্যচাষী অনুষ্ঠানে অংশ নেন। এর আগে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩১ জুলাই ২০২৪