চাঁপাইনবাবগঞ্জ -সোনামসজিদ মহাসড়কে শিক্ষার্থীদের তিন ঘন্টা অবরোধ



কোটা সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ  মহাসড়ক অবরোধ করেছে। 
সকাল ১০ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নে অবস্থিত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ওপর চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নেয়। এ সময় মহাসড়কের দু’ ধারে বেশ কিছু যান আটকা পড়ে। প্রায় ঘন্টাখানেক পর ১১ টার দিকে ইন্সটিটিউটের অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও প্রশাসনের কর্মকর্তারা শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরিয়ে ইন্সটিটিউটের মুল ফটকে পাশে নিয়ে আসেন। 
এ সময় আটকে পড়া যানগুলো চলাচলা শুরু করে। এর কিছুক্ষণ পরেই শিক্ষার্থীরা আবারো মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ  করতে থাকেন। 
পরে আবারও চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক 
 ইন্সটিটিউটের অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মেহেদী হাসানসহ প্রশাসনের কর্মকর্তারা শিক্ষার্থীদের দাবিদাওয়ার কথা শুনেন। পরে দুপুর ১টায় আন্দোলনকারী শিক্ষার্থী জাহিদ হাসান পরবর্তীতে কর্মসূচি ঘোষণা করা হবে উল্লেখ করে শিক্ষার্থীদের নিয়ে মহাসড়ক থেকে ইন্সটিটিউটে চলে যান।



এদিকে বিকেল সাড়ে ৩ টার দিকে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শতাধিক শিক্ষার্থী কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শান্তিমোড়ে মহাসড়ক অবরোধ করে। প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে বিভিন্ন দাবিতে বক্তব্য দেন শিক্ষার্থীরা। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৬ জুলাই ২০২৪