চাঁপাইনবাবগঞ্জে হত্যা ও অস্ত্র পৃথক দু’ মামলায় দু’জনের যাবজ্জীবন কারাদন্ড



চাঁপাইনবাবগঞ্জে হত্যা ও অস্ত্রর পৃথক দু’টি মামলায় দু’জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাঃ আদীব আলী এই দন্ডাদেশ প্রদান করেন।
হত্যা মামলায় দন্ডাদেশ প্রাপ্ত আসামী হচ্ছে, শিবগঞ্জ উপজেলা তর্তিপুর গ্রামের সেসরুল আলীর ছেলে নাসিম আলী (২৬) এবং অস্ত্র মামলায় দন্ডাদেশ প্রাপ্ত আসামী গোমস্তাপুর উপজেলার চৌডালা নন্দলালপুর গ্রামের সাদেকুল ইসলামের ছেলে জাহিরুল ইসলাম (৩৭)।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৮ সেপ্টেম্বর তর্তিপুরের মনিরুল ইসলামের ছেলে জিয়াউর রহমান রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরের দিন তার মরদেহ তর্তিপুর শ্মশান ঘাট এলাকায় পাওয়া যায়। ওইদিন মনিরুল ইসলাম বাদি হয়ে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। ১৪ সেপ্টেম্বর পুলিশ আসামী নাসিম আলীকে গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক আবু আব্দুল্লাহ জাহিদ একই বছরের ৩১ অক্টোবর আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানী ও স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামীর অনুপস্থিতিতে যাবজ্জীবন কারাদন্ড , ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এদিকে, ২০২২ সালেল ৩১ মে গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সরাগ্রাম বালিকা বিদ্যালয়ের কাছে র‌্যাব অভিযান চালিয়ে ২ টি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলিসহ চৌডালার নন্দলালপুর গ্রামের জাহিরুল ইসলামকে আটক করে। এ ঘটনায় র‌্যাবের এসআই আকরামুল হক বাদি হয়ে পরের দিন গোমস্তাপুর থানায় মামলা দায়ের করেন। ওই বছরের ৩০ জুন গোমস্তুপুর থানার ওসি দিলীপ কুমার দাস অভিযোগ পত্র দাখিল করেন। মামলার শুনানী শেষে আসামীর অনুপোস্থিতিতে আদালত জাহিরুলকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক /৩১ জুন,২০২৪