চাঁপাইনবাবগঞ্জে ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন আহত



চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ১৩ জন আহত হয়েছেন।  আহতদের মধ্যে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। 

রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মহারাজপুর মেলার মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহতরা হলো, রিমা (২৪), আব্দুল্লাহ (৫৫), মিলন (৩২), জেনারুল, রাজ্জাক (৩৫), শিল্পী (২৪), বিবি(১৭), সিফা (৪), জরিনা (৩৫), মাসুদ রানা ( ২৫)।  তারা শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। 
জানা গেছে, ঈদের একটি ট্রাকযোগে বাড়ি আসার পথে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মহারাজপুর মেলার মোড় নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি হাসান বলেন, বিকালে মহারাজপুর মেলার মোড় নামক স্থানে ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকে থাকা ১৩ জন আহত হয়। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি আরও বলেন,  আহত ১৩ জনের মধ্যে  ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। আর ৯ জনকে জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি। 
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৬ জুন, ২০১৪