চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু



চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাটে  বজ্রপাতে দুই শিশুসহ তিনজনে মৃত্যু হয়েছে। মারা যাওয়া তিনজনের মধ্যে দুই জন শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। 
মারা যাওয়া তিনজন হলো, ভোলাহাটের হঠাৎপাড়ার ইসলামের মেয়ে আমেনা (৯) ও শিবগঞ্জ উপজেলা পাকা ইউনিয়নের
 দক্ষিণ পাঁকা ইসমাইল মাস্টার পাড়ার রাকিবুলের মেয়ে কবিতা খাতুন (১১) ও আলীডাঙ্গা গ্রামের সুভাষ বোকতের স্ত্রী ববি বোকত (৩০)।
শুক্রবার দুপুরে আম কুড়াতে গিয়ে ও গোসল করার সময় ঝড় বৃষ্টির সাথে বজ্রপাতে হলে তারা মারা যায়। 
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, দুপুরে শিবগঞ্জ উপজেলার দক্ষিণ পাঁকা ইসমাইল মাস্টার পাড়ার নিজ বাড়িতে গোসল করার সময় বজ্রপাতে শিশু  
 কবিতা খাতুন মারা যায়।  আর একই সময় ঝড় বৃষ্টি হলে আলীডাঙ্গা গ্রামে বাড়ির উঠানে কাজ করার সময় বজ্রপাতের আঘাতে অজ্ঞান হয়ে যায় গৃহবধূ ববি। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
অন্যদিকে ভোলাহাট থানার ওসি সুমন কুমার জানান, ভোলাহাটে ঝড় বৃষ্টির সময় আম কুড়াতে গেলে বজ্রপাতে হঠাৎ মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায় শিশু আমেনা খাতুন।  স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরে পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওই দুই থানার ওসি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৭ জুন, ২০২৪