গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ আলী (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের জশৈল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জিহাদ ওই গ্রামের আজিজুল হকের ছেলে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, দুপুরে জিহাদের নিজ বাড়ির একটি গরু অসুস্থ হয়। গরুর সুস্থতার জন্য গোয়াল ঘরে সিলিং ফ্যানের সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ আলী মারা যায়।
এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৪ জুন,২০২৪