চাঁপাইনবাবগঞ্জে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু



চাঁপাইনবাবগঞ্জে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে পৃথক দুটি স্থানে এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। 
 বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের শেখপাড়ায় ও বালিয়াডাঙ্গা ইউনিয়নের দুর্গাপুর এলাকায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে এই দুইজন মারা যায়। 
মারা যাওয়া দুইজন হলো সদর উপজেলার মহারাজপুর শেখপাড়ার তাজেমুল গুধু শেকের মেয়ে তারিফা (১৮) ও বালিয়াডাঙ্গার দুর্গাপুর গ্রামের কুরবান আলীর ছেলে রিশাত (১১)। রিশাত স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাকছুদুর রহমান ও বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মো. আতাউল হক কমল বলেন, বিকালে ঝড়-বৃষ্টির সময় রিশাত বাগানে আম কুড়াতে গিয়েছিল।  সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলে সে মারা যায়।
এদিকে মহারাজপুর ইউনিয়নের ০৮ নং সদস্য শরিফুল আমল জানান, বাড়ির পাশে ঝড়-বৃষ্টির সময় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে তারিফা মারা যায়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক /১৬ মে, ২০২৪