নানান কর্মসূচির মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবস পালিত




স্মাট স্কাউটিং স্মার্ট সিটিজেন স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে নানান কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ স্কাউট দিবস পালিত হয়েছে। 
সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউট ভবনে দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুন। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জেলা স্কাউটসের সহকারি কমিশনার আসরাফুল আম্বিয়া সাগর, সম্পাদক গোলাম রশিদ।
এর আগে স্কাউট সদস্যদের অংশগ্রহনে শহরে শোভাযাত্রা বের করা হয় এবং পরে শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দুটি গাছের চারা রোপন করা হয়। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৮ এপ্রিল, ২০২৪