চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় বিথি বেগম ওরফে হাসি(৩২) নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায় ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। একই মামলায় অপরাধ প্রমানিত না হওয়ায় ময়ন আলী (২৫) নামে একজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
সোমবার বিকালে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী আসামীর অনুপস্থিতে এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত হাসি চাঁপাইনবাবগঞ্জের ফকিরপাড়া মহল্লার (স্থায়ী-হুজরাপুর জিয়ানগর মহল্লা) জাকির হোসেন স্ত্রী।
রাষ্ট্রপক্ষর আইনজীবী নাজমুল আজম বলেন,২০২২ সালের ১৪ সেপ্টম্বর জেলা মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের অভিযানে শহরের রেলষ্টশন এলাকা থেকে ২০ পুরিয়া (২ গ্রাম) হেরোইনসহ গ্রেফতার হয় ময়ন। তাকে জিজ্ঞাসাবাদের পর ওইদিনই ফকিরপাড়া মহল্লার হাসির বাড়ির অভিযান চালিয়ে তার শয়নকক্ষ থেকে ১০০ গ্রাম হেরোইন জব্দ হলেও পলাতক থাকে হাসি। পরে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ১৪ সেপ্টম্বর রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় ওই দুজনকে আসামী করে মামলা করেন জেলা মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিদর্শক(এসআই) আসাদুর রহমান। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও জেলা মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার ২০২২ সালর ৩ নেভম্বর ওই দু’জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৯ এপ্রিল, ২০২৪