শিবগঞ্জে ট্রাকের নিচে চাপা পড়ে শিশু নিহত
চাঁপাইনবাবগঞ্জে পাথর বোঝায় ট্রাকের নিচে চাপা পড়ে ইশা (১২) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত ইশা শিবগঞ্জে শেখটোলা গ্রামের শহীদ আলীর ছেলে।
শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ- সোনামসজিদ মহাসড়কের গাঞ্জা নামক মোড় এই দূর্ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, সড়কের ধারে মসজিদের জন্য টাকা উত্তোলন করছিল ইশা। এ সময় কানসাট থেকে ছেড়ে আসা একটি পাথর বোঝায় ট্রাক ইশার পায়ের উপর দিয়ে চলে যায়। এতে ছেলেটির দুই পা গুরুতর আহত হয়। পরে স্থানীয় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে ইশার মৃত্যু হয়।
এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৫ এপ্রিল, ২০২৪